মারভেলের নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হতে ২০ মিলিয়ন ডলার পারিশ্রমিক দাবি করেছেন হলিউড তারকা টম হল্যান্ড। ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ চলচ্চিত্রে স্পাইডার-ম্যানের ভূমিকায় অভিনয়ের মাধ্যমে মারভেল দুনিয়ায় টম হল্যান্ডের যাত্রা শুরু হয়।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম উই গট দিজ কভার্ড সূত্রে জানা যায়, এই চলচ্চিত্রের জন্য তিনি পারিশ্রমিক নিয়েছিলেন আড়াই লাখ ডলার। স্পাইডার-ম্যান হিসেবে জনপ্রিয়তা পাওয়ায় মারভেল তাকে আরও পাঁচটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ করে। এর মধ্যে ‘স্পাইডারম্যান: হোমকামিং’, ‘স্পাইডারম্যান: ফার ফ্রম হোম’ ও ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’ চলচ্চিত্রে মূল চরিত্রে অভিনয়ের জন্য তিনি ৫ মিলিয়ন ডলার করে পারিশ্রমিক নিয়েছেন। আর এবার মারভেলে ফিরতে এরও চারগুণ পারিশ্রমিক চাইছেন টম।
আগামী ১৭ ডিসেম্বর ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’ চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।