পপতারকা ম্যাডোনার জীবননির্ভর চলচ্চিত্রে অভিনয় করতে পারেন হলিউড অভিনেত্রী ফ্লোরেন্স পিউ।
সম্প্রতি নিউইয়র্কে নিজের নতুন কনসার্ট ডকুমেন্টারির উদ্বোধনী প্রদর্শনীতে ম্যাডোনা জানান, নিজের চরিত্রে পছন্দের অভিনেত্রীদের দৌঁড়ে এগিয়ে থাকবেন ফ্লোরেন্স পিউ। তবে এই বিষয়ে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলে বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন তিনি।
এই ‘ভিজ্যুয়াল অটোবায়োগ্রাফি’ চলচ্চিত্র প্রসঙ্গে ম্যাডোনা বলেন, “এখন পর্যন্ত এটি একটি পাগলাটে অভিজ্ঞতা। এখনো চলচ্চিত্রের পাণ্ডুলিপি লেখা চলছে। ভাবছি, কোন গল্পগুলো বলা যায়। কতটুকু বলতে পারব। কোন চরিত্রগুলো চূড়ান্ত করা যাবে ইত্যাদি। এটা সত্যিই একটা দীর্ঘ ও শ্রমসাধ্য ব্যাপার।’’
প্রসঙ্গত, মার্কিন অভিনেত্রী ফ্লোরেন্স পিউ নিজেও গান করেন। ফ্লসি রোজ নামে নিজের ইউটিউব চ্যানেলে মাঝে মাঝেই বিভিন্ন কভার গান আপলোড করেন তিনি। ভাই টনি সেবাস্টিয়ানের ‘মিডনাইট’ গানে পিউ ব্যাকআপ ভোকাল হিসেবে কাজও করেছেন।
২০২০ সালে নিজের জীবনভিত্তিক চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেন ম্যাডোনা। তবে দৃষ্টিভঙ্গিজনিত পার্থক্যের কারণে চলচ্চিত্রটি থেকে লেখক ডিয়াব্লো কোডি বেরিয়ে গেলে প্রি–প্রোডাকশনের কাজে এক ধাপ পিছিয়ে যান ম্যাডোনা।