রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পোস্টমাস্টার’ ছোটগল্পের ছায়া অবলম্বনে নির্মিত হচ্ছে টেলিফিল্ম ‘যা হারিয়ে যায়’।
আট বছর ধরে ‘যা হারিয়ে যায়’ টেলিফিল্মের চিত্রনাট্য লিখেছেন নির্মাতা সালাহউদ্দীন জাকী। এতে অভিনয় করছেন তিন প্রজন্মের অভিনয়শিল্পী আফজাল হোসেন, ফখরুল বাসার, তুষার খান, গাজী আবদুন নূর ও ঝিলিক। ঝিলিক অভিনয় করছে শিশুচরিত্র তোতনের ভূমিকায়, যা মূল গল্পের রতনের ছায়ায় লেখা।
সালাহউদ্দীন জাকী বলেন, “শিশু অভিনেত্রীটিকে পাওয়ার পরে অবাক হয়ে যাই। ওকে নিয়ে গ্রুমিং করিয়েছি। চরিত্রটিকে রবীন্দ্রনাথ বুড়ি বলেই আখ্যায়িত করেছেন। আমার ভাবনায় ছিল বুড়িকে বুড়ি বুড়িই লাগতে হবে। না হলে তো আর জমল না। আমার তোতন ছিল খুবই পাকনা। রতন যেমনটি তেমনটিই ঝিলিকের মধ্যে পেয়েছি।“
ছোটগল্পের বাইরে টেলিফিল্মে নবসংযোজন এক রবীন্দ্রবাউলের ভূমিকায় অভিনয় করছেন আফজাল হোসেন। তিনি একাধিক রবীন্দ্রসংগীতে ঠোঁট মেলাবেন। পোস্তবাবু চরিত্রে গাজী আবদুন নূর, নীলকুঠির গোমস্তা চরিত্রে তুষার খান এবং খল চরিত্রে অভিনয় করছেন মাসুম বাশার।
গাজী আবদুন নূর বলেন, ‘‘সালাহউদ্দীন জাকী, আফজাল হোসেনসহ এই নাটকে আরও গুণী মানুষ জড়িত ছিলেন। তাদের সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ানো অনেকটা ভাগ্যের ব্যাপার। তাদের সঙ্গে কাজ করে অনেক কিছু শেখা যায়। হুইলচেয়ারে শুটিং করতে এসেছিলেন জাকী স্যার। কিন্তু মানসিকভাবে তার জোর দেখে মুগ্ধ হয়েছি। ‘পোস্টমাস্টার’–এর এই গল্প তিনি যে আঙ্গিকে ডালপালা ছড়িয়েছেন, সেটা দর্শককে মুগ্ধ করবে।’’
‘যা হারিয়ে যায়’ টেলিফিল্মটি শীঘ্রই চ্যানেল আইতে সম্প্রচারিত হবে।