গত ১৯ সেপ্টেম্বর পারিবারিকভাবে বিয়ে করেছেন কণ্ঠশিল্পী ইভা রহমান।
ইভা রহমানের পারিবারিক একটি সূত্রে জানা যায়, ১৯ সেপ্টেম্বর গুলশানে নিজ বাসায় ব্যবসায়ী সোহেল আরমানের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন ইভা। এসময় দুই পরিবারের কাছের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। এখন থেকে তাকে ইভা আরমান নামে ডাকার জন্য সংবাদমাধ্যমগুলোকে অনুরোধ করেছেন।
এর আগে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমানকে বিয়ে করেছিলেন ইভা। এ বছরের ৪ জুন তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের সনদ হাতে পাওয়ার দুদিন পরই সোহেল আরমানকে বিয়ে করেন তিনি।
এখন পর্যন্ত ইভার ৩০টি একক অ্যালবাম মুক্তি পেয়েছে। এর মধ্যে আছে ‘মনের না বলা কথা’, ‘মন ভেসে যায়’, ‘মন জোনাকি’, ‘মনে পড়ে যায়’, ‘মনের যে কথা’, ‘মন আঁধার’, ‘মন থেকে দূরে নও’, ’মন আমার’, ‘মন সাগরে ভাসি’ এবং ‘মনের তুলিতে আঁকি’।