শুটিংয়ে ওবায়দুল কাদেরের ‘গাঙচিল’

শুটিংয়ে ফিরেছে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস অবলম্বনে নির্মাণাধীন ‘গাঙচিল’ চলচ্চিত্রের শুটিং।

সবশেষ গত জানুয়ারিতে ঢালিউড তারকা ফেরদৌস ও পূর্ণিমাকে নিয়ে ‘গাঙচিল’ চলচ্চিত্রের শুটিং হয়েছিল। শুটিংয়ে ফেরার খবর নিশ্চিত করে ফেরদৌস দৈনিক ডেইলি স্টারকে বলেন, “নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’-এর শুটিং অনেক আগেই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু, করোনা মহামারির কারণে তা হয়নি। আশা করছি, এবার শুটিং শেষ করতে পারব।“

‘গাঙচিল’ চলচ্চিত্রে ফেরদৌস সাংবাদিকের ভূমিকায় অভিনয় করছেন। তিনি বলেন, “আমি সাংবাদিকতা বিভাগের ছাত্র ছিলাম। অনেক সাংবাদিক আমার ভালো বন্ধু। কাজেই এ রকম একটি চরিত্রে কাজ করা আমার জীবনে একটি বড় ঘটনা।“

পূর্ণিমা বলেন, “এই সিনেমায় এনজিও-কর্মীর ভূমিকায় অভিনয় করছি। গল্পটা চমৎকার। এ জন্যেই দীর্ঘ বিরতির পর সিনেমাটির মাধ্যমে নতুন করে কাজে ফিরেছিলাম।“

‘গাঙচিল’ চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ২০১৮ সালের সেপ্টেম্বরে চলচ্চিত্রটির মহরত হয়েছিল।

পরিচালক নঈম ইমতিয়াজ বলেন, “২০১৯ সালের ফেব্রুয়ারিতে এর শুটিং করতে গিয়ে বাইক অ্যাকসিডেন্ট করেছিলেন ফেরদৌস ও পূর্ণিমা। সে সময় শুটিং শেষ না করেই পুরো ইউনিটকে ঢাকায় ফিরতে হয়েছিল। এ ছাড়া গত জানুয়ারিতে আবার শুটিং শুরু করেছিলাম। কিন্তু, সে সময় পূর্ণিমা ও অভিনেতা আনিসুর রহমান মিলন অসুস্থ হয়ে পড়ায় তা শেষ হয়নি। করোনার লকডাউন তো ছিলই।“

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন