পাকিস্তানের অভিনেত্রী সাবা কমরের বিয়ের তারিখ ঠিক হয়েছিল। বিয়ের আয়োজনও ছিল পুরোদমে এগিয়ে। কিন্তু শেষ মুহূর্তেই বিয়ে ভেঙে দিলেন এই অভিনেত্রী। কি ঘটেছিল?
অভিনেত্রী নিজেই শেয়ার করলেন বিয়ে ভাঙার কারণ। সম্প্রতি এই অভিনেত্রী তার ইনস্টাগ্রামে শেয়ার করে শিরোনামে লিখেছেন,”সবার সাথে একটি গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে চাই। ব্যক্তিগত কারণেই আজিম খানের সঙ্গে আমি আমার বিয়ে বাতিল করলাম। আশা করি আমার এই সিদ্ধান্তকে আপনারা সার্পোট করবেন। যেভাবে আমাকে এর আগে সমর্থন করেছেন। আমি সবাইকে পরিষ্কার জানাতে চাই আমি কখনোই আজিমের সঙ্গে সরাসরি দেখা করিনি। শুধুমাত্র ফোনেই কথা বলেছি। এই সময়টা যথেষ্ট কঠিন একটা সময় আমার কাছে। তবে সৃষ্টিকর্তার রহমতে এটা কেটে যাবে”।
অপরদিকে আজিম খান সাবার এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তার উদ্দেশ্য ইনস্টাগ্রামে লিখেছেন, “হ্যাঁ এই ঘটনার জন্য আমি দায়ী!
বেশকিছু দিন আগে আজিম খানকে নিয়ে এক মহিলা যৌন নির্যাতনের অভিযোগ নিয়ে ভিডিও পোস্ট করেছিলেন। রীতিমতো নেটিজনদের মাঝে ভাইরাল হয়ে যায়। কিন্তু পরবর্তীতে সেটা আর খুঁজে পাওয়া যায় না। ভিডিও এর বিরুদ্ধে আজিম খানও একটি ভিডিও শেয়ার করেন, শুরুতে সাবা তাকে সাপোর্ট করলেও শেষ পর্যন্ত ইতি টানলেন এই অভিনেত্রী।