১৮ সেপ্টেম্বর লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রসূন আজাদ অভিনীত ‘পদ্মাপুরান’ চলচ্চিত্রের টিজার মুক্তি পেয়েছে।
‘পদ্মাপুরান’ চলচ্চিত্রের অফিসিয়াল ফেসবুক পেজে ‘এক ঝলক পদ্মাপুরান’ শিরোনামে ৩৪ সেকেন্ডের এই টিজারটি প্রকাশ করা হয়। দর্শকদের মতামত চাওয়ার পাশাপাশি আহবান জানানো হয় দেশীয় চলচ্চিত্র দেখায়।
নির্মাতা রাশিদ পলাশ বলেন, “আমরা নদীপাড়ের মানুষের জীবনের একটা গল্প বলতে চেয়েছি এই ছবিতে। যেটা একেবারেই আমাদের গল্প। পদ্মার পাড়ের মানুষের গল্প।“
‘পদ্মাপুরান’ চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে প্রসূন ছাড়াও অভিনয় করেছেন সাদিয়া মাহি, শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সূচনা শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশিষ, সাদিয়া তানজিন প্রমুখ। ৮ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্রটি।
রাশিদ পলাশ এছাড়াও পরীমনিকে নিয়ে ঐতিহাসিক প্রেক্ষাপটের ‘প্রীতিলতা’ চলচ্চিত্রটি নির্মাণ করছেন। এর ৩৫ ভাগ দৃশ্যধারণ হয়েছে; অক্টোবরের শেষে বাকি শুটিং শেষ করা হবে বলে জানান নির্মাতা।