বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত তামিল ‘পন্নিইন সেলভান’ চলচ্চিত্রের প্রথম পর্ব মুক্তি পেতে পারে ২০২২ সালের গ্রীষ্মেই ।
সম্প্রতি মনি রত্নমের পরিচালনায় ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত ‘পন্নিইন সেলভান’ চলচ্চিত্রের শুটিং শেষ হয়েছে। গতকাল ১৯ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে চলচ্চিত্রের নতুন একটি পোস্টার শেয়ার করেন ঐশ্বরিয়া। ইঙ্গিত দেন, আগামী বছরের গ্রীষ্মে দুই পর্বের এই চলচ্চিত্রটির প্রথম পর্ব মুক্তি পেতে পারে।
কালকি কৃষ্ণমূর্তি ও দক্ষিণ ভারতের চোল রাজাদের ইতিহাস নিয়ে লেখা তামিল একটি উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘পন্নিইন সেলভান’। এই চলচ্চিত্রে নন্দিনী ও মন্দাকিনী দেবীর দ্বৈত ভূমিকায় আছেন ঐশ্বরিয়া। আরও অভিনয় করছেন বিক্রম কার্তি, ত্রিশা কৃষ্ণন, প্রকাশ রাজ, জয়রামসহ আরও অনেকে।
মণি রত্নমের সঙ্গে সর্বশেষ ১০ বছর আগে ‘রাবণ’ চলচ্চিত্রে কাজ করেছিলেন ঐশ্বরিয়া।