শেষ হয়েছে দেশের প্রথম সাইবার থ্রিলার ‘অন্তর্জাল’ চলচ্চিত্রের শুটিং।
লকডাউনের পর গত ১১ আগস্ট ‘অন্তর্জাল’ চলচ্চিত্রের শুটিং শুরু হয়েছিল। টানা ১৫ দিন শুটিংয়ের পর পরিচালক দীপংকর দীপন অসুস্থ হলে শুটিং বন্ধ থাকে। কিন্তু এরপরও এক মাসের মধ্যেই চলচ্চিত্রটির মূল দৃশ্যধারণ শেষ হয়েছে বলে পরিচালকের বরাতে জানিয়েছে দৈনিক ঢাকা ট্রিবিউন।
‘ঢাকা অ্যাটাক’-খ্যাত নির্মাতা দীপন বলেন, “আমরা ইতোমধ্যে ছবির প্রধান অংশগুলো শেষ করেছি। বাকি অল্প কিছু অংশ আছে; যেগুলো পূজার আগে ও পরে শেষ করা হবে। আর বিদেশেও আমরা কিছু শুটিং করবো। তবে এখনও ঠিক করতে পারিনি এটা কোথায় হবে।“
‘অন্তর্জাল’ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামাল ও টোটো। এই চলচ্চিত্রে তাদের অনেককেই আইটি স্পেশালিস্ট হিসেবে দেখা যাবে। চলচ্চিত্রের গল্প লিখেছেন পরিচালক দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্যেও আছেন পরিচালক নিজেই।
সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মাণাধীন ‘অন্তর্জাল’ চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। আর সার্বিক সহযোগিতায় আছে স্পেলবাউন্ড লিও বার্নেট।