আবারও জুটি বেঁধে নাটকে অভিনয় করছেন ছোট পর্দার দুই তারকা শতাব্দী ওয়াদুদ ও শারমিন জোহা শশী।
মনজুরুল হক মনজুর পরিচালনায় ‘বাজান’ নাটকে অভিনয় করবেন শতাব্দী ও শশী। ইকবাল খন্দকারের লেখা অবলম্বনে নির্মাণাধীন ‘লাকি থার্টিন’ প্রজেক্টে ১৩টি নাটকের প্রথমটি ‘বাজান’।
ইকবাল খন্দকার বলেন, ‘‘মর্মস্পর্শী একটি গল্প নিয়ে লেখা আমার ‘বাজান’ উপন্যাসটি, যা পাঠকের চোখ ভিজিয়েছে। আমার বিশ্বাস, এবার দর্শকের চোখও ভিজবে।’’
‘বাজান’ নাটকে সন্তানের মুখে ‘বাজান’ ডাক শুনতে আকুল পিতার ভূমিকায় থাকছেন শতাব্দী। এজন্য গ্রামীণ কুসংস্কারের কাছেও মাথা নত করে সে। আর শিশুটির মায়ের ভূমিকায় দেখা যাবে শশীকে। ছোঁয়া মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে সম্প্রচারিত হবে।
এর আগে জসীম আহমেদের স্বল্পদৈর্ঘ্য ‘দাগ’ চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেছিলেন শতাব্দী ও শশী।