বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন বরাবরই তার পোশাক নিয়ে সমালোচনায় থাকেন । তবে তার সাজগোজের বিষয়ে বরাবরই বাকি অভিনেত্রীর থেকে আলাদা বললে একদমই ভুল হবে না।
সম্প্রতি এই অভিনেত্রী তার ইনস্টাগ্রামে নীল রংয়ের একটি পাশ্চাত্য পোশাকের ছবি পোস্ট করেছেন। যেখানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে লম্বা সড়ু উঁচু হিল পরে এগিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে যেনো অসাধারণ সুন্দর লাগছে। ছবিটি শেয়ার করে অভিনেত্রী শিরোনাম লিখেছেন,”গ্রীষ্মের আবহাওয়া এসেছে?”
ছবিটি শেয়ার করার পর থেকেই ১লক্ষের বেশি মানুষ পছন্দ করেছেন। অনেকেই নানা রকম মন্তব্য জুড়ে দিয়েছেন তার ছবির কমেন্ট বক্সে।
ইনস্টাগ্রামের এই ছবি দেখে অভিনেত্রীর এক অনুরাগী মন্তব্য করেছেন,”দেখে মনে হচ্ছে প্রাচীন গ্রিসের কোনো এক দেবী যেনো হেঁটে যাচ্ছেন।”
যেকোনো পোশাকেই যেনো এ অভিনেত্রী নিজের সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে জানেন।