দক্ষিণ ভারতীয় তারকা রজনীকান্তের ‘আন্নাথে’ চলচ্চিত্রের মোশন পোস্টার মুক্তি পেয়েছে।
‘আন্নাথে’ চলচ্চিত্রের সুপারচার্জড মোশন পোস্টারে ৭০ বছর বয়সী রজনীকান্তকে মারকুটে ভঙ্গিতে দেখা যায়। মোটরসাইকেলে অস্ত্র হাতে তার অ্যাকশন দৃশ্য দেখে মুগ্ধ ভক্তরা বলছেন, “একমাত্র রজনীকান্তই পারেন।“
সিরুথাই শিবা পরিচালিত ‘আন্নাথে’ চলচ্চিত্রটির প্রযোজনায় আছে সান পিকচার্স। চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন মীনা, খুশবু, নয়নতারা, কীর্তি সুরেশ, জ্যাকি শ্রফ, জগপতি বাবু, প্রকাশ রাজ ও বেলা রামমূর্তি।
‘আন্নাথে’ চলচ্চিত্রটি পোঙ্গাল উৎসবে মুক্তির কথা থাকলেও করোনাভাইরাসের কারণে তা সম্ভব হয়নি। দীপাবলি উৎসব উপলক্ষে এই বছরের ৪ নভেম্বর চলচ্চিত্রটি মুক্তি পাবে।