বাবার বিরুদ্ধে মামলা তুলে নিলেন রিহানা

বাবার বিরুদ্ধে করা নাম অপব্যবহারের মামলা তুলে নিলেন যুক্তরাষ্ট্রের পপ তারকা রিহানা।

২০১৯ সালে নিজের প্রাতিষ্ঠানিক ব্র্যান্ড নাম ব্যবহারের দায়ে বাবার নামের মামলা করেছিলেন মার্কিন পপ গায়িকা রিহানা। তার প্রসাধনী প্রতিষ্ঠান ‘ফেন্টি’র নাম ব্যবহার করে বাবা রোনাল্ড ফেন্টি একটি বিনোদনমূলক প্রতিষ্ঠান চালু করেছিলেন। শুধু তা-ই নয়, রোনাল্ড ও তার ব্যবসায়িক সহযোগী দাবি করেছিলেন, ওই প্রতিষ্ঠানের সঙ্গে রিহানা নিজেও যুক্ত। এতে ক্ষেপে গিয়ে মামলাটি করেছিলেন রিয়ান্না। তার অভিযোগ ছিল, অনুমতি ছাড়াই তার নাম ব্যবহার করা হয়েছে। ২২ সেপ্টেম্বর মামলার শুনানির আগেই ৭ সেপ্টেম্বর মামলাটি তুলে নিয়েছেন রিহানা।

বাবার সঙ্গে দীর্ঘদিন ধরেইতিক্ত সম্পর্ক যাচ্ছে রিহানার, একাধিকবার বিরোধেও জড়িয়েছেন। গত পাঁচ বছরে রিহানার কোনো অ্যালবাম বের না হলেও এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ধনী সঙ্গীত তারকা তিনি। তার মোট সম্পদ বর্তমানে ১৭০ কোটি ডলার।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন