বৃহস্পতিবার রাত ৯টায় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অতিথি’।
‘অতিথি’ চলচ্চিত্রের গল্পে দেখা যাবে, এক নবজাতকের জন্মকে কেন্দ্র করে অনিচ্ছুক এক সম্পর্কে জড়িয়ে পড়ে দুটি পরিবার। সুখের সন্ধানে ক্রমাগত ছুটে চলছে অনিল চরিত্রে মনোজ প্রামাণিক ও লক্ষ্মীর ভূমিকায় সানজিদা প্রীতি, আর করোনার পরে কতটা কঠিন হয়ে উঠেছে তাদের বেঁচে থাকা। চলচ্চিত্রটিতে আরও অভিনয় করছেন এ কে আজাদ সেতু, সুষমা সরকার, জায়নাল আবেদিন, আবদুল্লাহ রানা, জয়নাল আবেদিন খান, ফারজানা মুক্ত, নওশাদ আকরাম, কে এম কনক, মিরাজ বুলেট প্রমুখ। গল্প ও চিত্রনাট্য লিখেছেন ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘কাঠবিড়ালি’ চলচ্চিত্রের অভিনেতা আসাদুজ্জামান আবীর।
‘অতিথি’ চলচ্চিত্রের পরিচালক ফরহাদ শাহী বলেন, “গল্পটি সময়োপযোগী। এখানে জীবনের কিছু স্ট্রাগল দেখানো হয়েছে। সুখী হওয়ার জন্য বা কিছু পাওয়ার জন্য স্বপ্নে বিভোর হয়ে প্রায়ই মানুষ ভুল, অপরিকল্পিত সিদ্ধান্ত নিয়ে ফেলে। যা অনেক সময় জীবনকে আরও বেশি কঠিন পরিস্থিতির মুখোমুখি করে। জীবনের সম্পর্কগুলোই তখন হারিয়ে যায়। জীবন হয়ে পড়ে বিবর্ণ। সবাই কমবেশি এই ভুলগুলো করি। চরিত্রের মধ্যে দর্শক নিজেদের একটু হলেও খুঁজে পাবেন।“
ফরহাদ শাহী দেশে ও ইতালিতে নিয়মিত কাজ করেন। সারাজীবন শহরেই বেড়ে ওঠায় গ্রামীণ প্রেক্ষাপটের চলচ্চিত্রটি নির্মাণ করা তাঁর জন্য চ্যালেঞ্জিং ছিল বলে জানান তিনি।
ফরহাদ বলেন, “স্বল্পদৈর্ঘ্য হলেও যাত্রাটা ছিল পূর্ণদৈর্ঘ্য ফিল্মের মতো। চিত্রনাট্য লিখে দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে হয়েছে। কাস্টিং চূড়ান্ত করতেও সময় লেগেছে। সব মিলিয়ে সময় নিয়ে কাজটি করেছি। চরকির মতো বড় প্ল্যাটফর্মে ছবিটা যাচ্ছে, এটা আমার জন্য খুবই খুশির সংবাদ। আশা করছি দর্শকদের ভালো লাগবে।“
অভিনেত্রী সানজিদা প্রীতি বলেন, “দুই শ্রেণির দুই যুগলের জীবনের টানাপোড়েন, জটিলতা, চাওয়া–পাওয়া, এসব নিয়েই গল্প। পরিচালক যত্ন নিয়ে বানিয়েছেন।“