গণধর্ষণের শিকার নারীর পরিচয় প্রকাশ করায় ৩৮ জন ভারতীয় তারকার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
২০১৯ সালে হায়দরাবাদে এক নৃশংস গণধর্ষণ ও পুড়িয়ে হত্যার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছিল গোটা ভারত। সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষ ছাড়া চলচ্চিত্র অঙ্গনের তারকারাও এই নৃশংস ঘটনার বিরুদ্ধে নিজেদের ক্ষোভ এবং দুঃখ প্রকাশ করেছিলেন। এর মধ্যে কিছু তারকা ধর্ষিতার পরিচয় ফাঁস করায় ঘটনার দুই বছর পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন দিল্লির আইনজীবী গৌরব গুলাটি।
জানা যায়, অভিযুক্তদের তালিকায় সালমান খান, অক্ষয় কুমার, অজয় দেবগন, রাকুল প্রীত সিংসহ ৩৮ জন বলিউডি এবং দক্ষিণী তারকাদের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়, ধর্ষণের শিকার কারোর নাম, ছবি বা আসল পরিচয় প্রকাশ্যে আনা ভারতীয় আইনে অপরাধ। ভারতীয় পেনাল কোড ধারা ২২৮ এ-এর অধীনে মামলা করে গৌরব এই তারকাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
গৌরবের ভাষ্যমতে, তারকাদের সামাজিক দায়িত্ববোধ থাকা উচিত ছিল। ক্ষোভ, সমবেদনা প্রকাশ কিংবা প্রতিবাদ করার অনেক উপায় আছে। এভাবে একজন ধর্ষিতার পরিচয় তাদের প্রকাশ করা উচিত হয়নি। মূলত এই দায়িত্বজ্ঞানহীনতার জন্যই অভিযুক্ত তারকাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।