দায়সারা ভাবে মুক্তি পেল ‘প্রিয় কমলা’

অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী অভিনীত এবং শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ‘প্রিয় কমলা’ ছবিটি গত বছর ১৬ ডিসেম্বরে বিজয় দিবসে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে ছবিটি সেন্সর বোর্ডে আটকে যায়। এর ফলে ছবিটি মুক্তির সময় পিছিয়ে যায়। এরই মধ্যে পরিচালক জয়ের পিতা প্রয়াত হোন। পাশাপাশি করোনা পরিস্থিতির কারণে ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা কমে আসে। গত ৩১ মার্চ কোন রকম প্রচার প্রচারণা ছাড়াই ছবিটি মুক্তি দেওয়া হয়েছে। ছিল না কোনো ঘটা করে প্রচারণা। দায়সারা ভাবেই মুক্তি পেল ছবিটি।

দায়সারা এই মুক্তিতে কষ্ট পেয়েছেন সিনেমাটির সংশ্লিষ্ট অনেকেই। অন্যদিকে নির্মাতা জানিয়েছেন, ছবিটি প্রেক্ষাগৃহের জন্য বানাননি, বানিয়েছেন টেলিভিশনের জন্য। বড় আকারে উদ্বোধনী প্রর্দশনী হবে টেলিভিশনে।

প্রায় এক বছরের বেশি সময় পর অভিনেতা বাপ্পী চৌধুরীর ছবি মুক্তি পেল। এর আগে সোশ্যাল মিডিয়ায় এই সিনেমার ধারণকৃত ছবি পোস্ট হয়েছিল। বাপ্পী আর অপুর নতুন লুক প্রশংসিত হয় অনেক।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন