শ্বাসকষ্ট, হৃদ্স্পন্দন ও অক্সিজেন লেভেল কমে যাওয়া সহ বেশ কিছু জটিলতা নিয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে ভর্তি আছেন অভিনেত্রী ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী ডেইজি আহমেদ।
এ তথ্য নিশ্চিত করেছেন ডেইজি আহমেদের ছোট মেয়ে গায়িকা ও অভিনেত্রী ঐন্দ্রিলা আহমেদ। তিনি জানান, গত ২৫ জুলাই করোনায় আক্রান্ত হন ডেইজি আহমেদ। আগস্টে সেরে উঠলেও করোনাজনিত শারীরিক কিছু জটিলতা থেকেই যায়। শারীরিক অবস্থার গুরুতর অবনতি হওয়ায় ৪ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ডেইজি আহমেদের বড় মেয়ে তাহসিন ফারজানা তিলোত্তমা চিকিৎসকদের বরাতে জানান, ডেইজির ফুসফুসে পানি জমেছিল, আর হৃদ্স্পন্দন কমে যাওয়ায় জ্ঞান হারিয়ে ফেলেন। তিলোত্তমা বলেন, “চিকিৎসকেরা পেসমেকার লাগানোর কথা বলছেন। কিন্তু মায়ের শারীরিক অবস্থার কারণে পেসমেকার লাগানোর মতো অবস্থা নেই। তবে শ্বাসকষ্ট কমে গেলে লাগানোর দরকার নেই। এ ছাড়া তাঁরা (চিকিৎসকেরা) এনজিওগ্রাম করেছিলেন। হার্টের অন্য কোনো সমস্যা নেই। তাঁরা অবজারভেশনে রেখেছেন। অক্সিজেন দেওয়া হচ্ছে। শ্বাসকষ্ট নিয়েই সবাই বেশি চিন্তিত।“
ডেইজি আহমেদ প্রয়াত কিংবদন্তি অভিনেতা বুলবুল আহমেদের স্ত্রী। তার সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন দুই মেয়ে।