এবার বিচারকের আসনে বসে এক যুগ পর রিয়েলিটি শোতে ফিরছেন কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী।
‘গলা ছেড়ে গাও’ স্লোগানে বেসরকারি টিভি চ্যানেল আরটিভিতে শুরু হচ্ছে তরুণদের জন্য সঙ্গীতবিষয়ক রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’। এতে প্রথমবারের মতো কোনো রিয়েলিটি শোয়ের বিচারক প্যানেলে বসছেন পড়শী।
উচ্ছ্বসিত পড়শী বলেন, “আমাকে একদিন কুমার বিশ্বজিৎ স্যার বলেছিলেন, ‘তুইও একদিন বিচারক হবি।‘ স্যারের সেদিনের আশীর্বাদ সত্যি হতে যাচ্ছে। আমি অনেক আনন্দিত। আমি আসলে বিচার করব না। গানের বিচার হয় না। নানা রকম গান শুনব সারা দেশ থেকে আসা প্রতিযোগীদের কাছ থেকে আর তাদের প্রেরণা দেব।“
১২ বছর আগে ‘ক্ষুদে গানরাজ’-এ দ্বিতীয় রানারআপ হন তিনি। পড়শী বলেন, “আমি তখন মঞ্চে দাঁড়িয়ে গান গেয়েছি বিচারকদের সামনে। এবার বিচারকের আসনে বসে প্রতিযোগীদের গান শুনবো! একজন প্রতিযোগী যখন স্টেজে গান করতে আসেন তখন তার গানের সাথে স্বপ্ন, ভয়সহ অনেককিছু মাথায় কাজ করে। সেই অভিজ্ঞতা আমিও পার করে এসেছি। তাই আমি চেষ্টা করবো আমার অভিজ্ঞতা দিয়ে প্রতিযোগীদের অনুপ্রাণিত করতে।“
‘ইয়াং স্টার’ রিয়েলিটি শোটির নিবন্ধন শুরু হবে আগামীকাল ১০ সেপ্টেম্বর থেকে। ১২ থেকে ২২ বছরের যে কেউ এতে অংশ নিতে পারবেন। যেকোনো একটি বাংলা গান খালি গলায় অথবা একটি বাদ্যযন্ত্রের সঙ্গে গেয়ে মুঠোফোনে ভিডিও ধারণ করে আরটিভি প্লাস অ্যাপের ‘রেজিস্ট্রেশন নাউ’ বাটনে ক্লিক করে যথাযথ তথ্য পূরণের মাধ্যমে ভিডিওটি পাঠিয়ে দিতে হবে। rtv.youngstar@gmail.com ঠিকানায় অথবা www.facebook.com/Rtvrealityshows এর মাধ্যমেও প্রতিযোগীরা গান পাঠাতে পারবেন।