প্রথম বারের মতো দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করবেন ভারতের জনপ্রিয় টিভি অভিনেত্রী হিনা খান।
‘বাহুবলী’ খ্যাত অভিনেতা প্রভাসের সঙ্গে জুটি বেঁধে দক্ষিণ ভারতের ‘বৃন্দাবন’ চলচ্চিত্রে অভিনয় করবেন হিনা খান। এর আগে বলিউডে অভিষেক হলেও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রেও হিনার উপস্থিতি এ-ই প্রথম। তবে এই প্রসঙ্গে হিনার পক্ষ থেকে এখনও কিছু জানা যায়নি।
ভারতীয় টিভি চ্যানেল স্টার প্লাসের ‘ইয়ে রিশতা কেয়া কেহলতা হ্যায়’ ধারাবাহিকে অক্ষরা এবং ‘কসৌটি জিন্দাগি কায়’ ধারাবাহিকে কমলিকা চরিত্রে অভিনয় করে ব্যাপকভাবে প্রশংসিত হন হিনা। ‘বিগ বস’ ও ‘খতরো কে খিলাড়ি’ টিভি শোতেও তিনি অংশ নিয়েছিলেন। পরবর্তীতে পরিচালক বিক্রম ভাটের ‘হ্যাকড’ চলচ্চিত্র দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন তিনি। এই চলচ্চিত্রে তার বিপরীতে ছিলেন সিড মক্কার।
এদিকে জন্মাষ্টমী উপলক্ষে প্রভাস অভিনীত ‘রাধা শ্যাম’ চলচ্চিত্রের আরেকটি পোস্টার প্রকাশিত হয়েছে। ২০২২ সালে বেশ কয়েকটি ভারতীয় ভাষায় চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই চলচ্চিত্রে প্রভাসের সঙ্গে অভিনয় করেছেন পূজা হেগড়ে। রাধা কৃষ্ণ কুমারের পরিচালনায় এই চলচ্চিত্রে আরও আছেন ভাগ্যশ্রী, সাশা ছেত্রী প্রমুখ।