ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার গাওয়া আরও একটি গান মুক্তি পেতে যাচ্ছে।
করোনা পরিস্থিতির মধ্যে অভিনয়ে বিরতির ফাঁকে এই গানটির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন নুসরাত ফারিয়া। গতকাল ৩ সেপ্টেম্বর গানটির রেকর্ডিং শেষ হয়েছে।
নুসরাত বলেন, “আমরা প্রায় ছয় মাস ধরে গানটির কাজ করছি। এর সংগীতায়োজন থেকে শুরু করে ভিডিওতেও থাকবে বিশেষ চমক।“
গানটিতে ভারতের একটি টিম কাজ করবে বলে জানা যায়। বিশেষ করে ফারিয়ার ‘আমি চাই থাকতে’ মিউজিক ভিডিও টিমের অনেকেই এর পেছনে থাকবেন।
২০১৮ সালে মুক্তি পাওয়া ব্যাপক আলোচিত-সমালোচিত ‘পটাকা’ দিয়ে গানের জগতে নুসরাত ফারিয়ার অভিষেক হয়। এরপর গত বছরের শেষে ‘আমি চাই থাকতে’ গানটি দিয়ে সমালোচকদের মন জয় করে নেন তিনি। এছাড়াও শিহাব শাহীনের ‘যদি কিন্তু তবুও’ ওয়েব ফিল্মেও গেয়েছেন নুসরাত।
নুসরাত ফারিয়া সম্প্রতি গিয়াসউদ্দিন সেলিমের ‘গুনিন’ চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এতে তার সঙ্গে অভিনয় করবেন সহশিল্পী শরিফুল রাজ, ইরেশ যাকের, মনোয়ার, আজাদ আবুল কালাম পাভেলসহ অনেকে। অক্টোবরের প্রথম সপ্তাহে চলচ্চিত্রটির নির্মাণকাজ শুরু হবে।