সাতটি কমওয়ার্ড অ্যাওয়ার্ড পেলো ‘নট হার ফল্ট’

সাতটি ক্যাটাগরিতে কমওয়ার্ড অ্যাওয়ার্ড পেয়েছে ঢালিউড তারকা বিদ্যা সিনহা মিমের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নট হার ফল্ট’।

২৮ আগস্ট বিজ্ঞাপন প্রতিযোগিতা কমওয়ার্ডের দশম আসরে তিনটি স্বর্ণসহ মোট সাতটি ক্যাটাগরিতে পুরস্কার নিয়ে ‘দ্য মোস্ট অ্যাওয়ার্ডেড ক্যাম্পেইন’ খেতাব পায় ‘নট হার ফল্ট’। ৮ মার্চ নারী দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিমিয়ারের পর চলচ্চিত্রটি ব্যাপক ইতিবাচক সাড়া পায়।

চলচ্চিত্রের পরিচালক মাহাথির স্পন্দন বলেন, “একজন নির্মাতা যখন তাঁর নির্মাণের ভেতর দিয়ে কথা বলেন, তখন সেটা কোটি মানুষের কাছে পৌঁছায়। সেই জায়গা থেকে নির্মাতারা অনেক ক্ষমতাবান। তাই সেই ক্ষমতার দায়িত্বশীলতার জায়গা থেকে আমাদের এমন কাজ করা উচিত, যেটা মানুষের মনোজগতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সে রকম প্রচেষ্টা থেকেই নট হার ফল্ট–এর জন্ম।“

‘নট হার ফল্ট’ চলচ্চিত্রের সঙ্গে জড়িত অভিনয়শিল্পী মিম, ইরফান সাজ্জাদ, মিলি বাশার, ফখরুল বাশার, শিল্পী সরকার অপু ও কলাকুশলীদের কেউ কোনো পারিশ্রমিক নেননি।

মিম বলেন, “সত্যি বলতে কি, আমি সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকতে ভয় পাই। মনে হয় মানুষের ব্যক্তিগত হতাশা ঢেলে ফেলার একটা ডাম্পিং স্টেশন। অথচ এই ছবি বিভিন্ন আইডি, প্লাটফর্ম আর চ্যানেল থেকে ৫০ লাখের বেশিবার দেখা হয়েছে। আর নিচে মন্তব্যের উঠোনে প্রত্যেকে ইতিবাচক কথা আর অনুভূতি ভাগ করে নিয়েছে। এটা আমার ক্যারিয়ারের একমাত্র কাজ, যার সম্পর্কে কোনো গালি বা নেতিবাচক কথা নেই।“

পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে পরিচালক স্পন্দন বলেন, “আমরা যখন নট হার ফল্ট বানাই, ভাবিনি যে এটা এভাবে বাংলাদেশ ও ভারতের দর্শকদের মন জয় করবে। ভাবিনি এই ছবি এতগুলো পুরস্কার ঘরে নিয়ে আসবে। আমরা সব সময় বিশ্বাস করি যে মানুষের ভালোবাসার চেয়ে বড় কিছু নেই। সেটা আমরা পেয়েছি।“

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন