ওয়েব ফিল্মের গানে কণ্ঠ দিলেন বাংলাদেশি টিভি ও চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু।
বদিউল আলম খোকনের পরিচালনায় নির্মাণাধীন ‘মুর্শিদ’ ওয়েব ফিল্মের শিরোনাম গানে কণ্ঠ দিয়েছেন ফজলুর রহমান বাবু। সম্প্রতি গানটির রেকর্ডিং শেষ হয়েছে। গানটির কথা লিখেছেন আমিরুল হাছান, সুর ও সঙ্গীত পরিচালনায় আছেন মুরাদ নূর।
বাবু বলেন, “আমি আগাগোড়া একজন অভিনয়ের মানুষ। গান করি কেবল শখে। এ গানটি বেশ উপভোগ করে গেয়েছি। এর কথা ও সুরে মেধার সমন্বয় ঘটিয়েছেন আমিরুল হাছান ও মুরাদ নূর।“
মুরাদ নূর বলেন, “বাবু ভাই খোকন ভাই দুজনেই আমার ভীষণ শ্রদ্ধার মানুষ। গুণীদের সংস্পর্শে কাজ করতে পারলে আমি আনন্দিত হই। তাদের কাছ থেকে প্রচুর শেখার সুযোগ পাই। নিজেকে সমৃদ্ধ করা যায়। কবি আমিরুল হাছানের অসাধারণ কথা বাবু ভাইয়ের কণ্ঠে পূর্ণতা পেয়েছে বলে মনে করছি।“
‘মুর্শিদ’ ওয়েব ফিল্মের পরিচালক খোকন জানান, শীঘ্রই চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। আর এর মধ্যেই শ্রোতাদের জন্য ‘মুর্শিদ’ গানটি ইন্টারনেটে মুক্তি দেওয়া হবে।