বিয়ে করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।
আগস্টের শেষ সপ্তাহে পারিবারিক আয়োজনে গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে নাজমুন মুনিরা ন্যান্সির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। মহসিন মেহেদী বর্তমানে দেশের অন্যতম একটি শীর্ষস্থানীয় অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছেন। ২ সেপ্টেম্বর ন্যান্সি তার বিয়ের খবরটি প্রকাশ্যে আনেন।
কিছুদিন আগে পারিবারিকভাবে ন্যান্সির আংটি বদল হয়। তৃতীয় বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, “আমার বাবা-মা নেই, অভিভাবক হিসেবে বড় ভাইয়ের পরামর্শে তার বাসায় অনাড়ম্বর আয়োজনে বিয়ে করেছি। সেখানে দুই পরিবারের চারজনের মত অতিথি উপস্থিত ছিলেন।“ তবে করোনা পরিস্থিতির উন্নতি হলে বড় আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনা আয়োজনের পরিকল্পনার কথা জানান ন্যান্সি।
এর আগে ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেন ন্যান্সি। ২০১২ সালের ২৪ মে আনুষ্ঠানিকভাবে তাদের ছয় বছরের সংসারজীবন শেষ হয়। তাদের ঘরে একমাত্র সন্তান মেয়ে রোদেলা। পরের বছরের ৪ মার্চ ন্যান্সি নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন। এই বছরের এপ্রিলে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে জায়েদের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন।