সামাজিক যোগাযোগমাধ্যমে নামের শেষাংশ সরিয়ে ফেলা নিয়ে কথা বলবেন না বলিউড অভিনেত্রী সামান্থা আক্কিনেনি।
সম্প্রতি নিজের টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নামের ‘আক্কিনেনি’ অংশটি সরিয়ে নিয়েছেন সামান্থা । ২০১৭ সালে নাগা চৈতন্যের সঙ্গে বিয়ের পর নিজের নামে তিনি এই অংশটুকু জুড়ে নিয়েছিলেন। হঠাৎ করে তা আবার সরিয়ে নেওয়ায় শুরু হয় নানা জল্পনা-কল্পনা। স্বামীর সঙ্গে সম্পর্ক খারাপ যাচ্ছে কিনা – ঠাট্টাচ্ছলে এমনটাও জানতে চান অনেকে। জবাবে সামান্থা বলেন, এই বিষয়ে কথা বলায় তার কোনো আগ্রহ নেই। এর আগে ‘ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে অভিনয় নিয়ে সমালোচনার তোপের মুখে পড়েছিলেন সামান্থা।
এক সাক্ষাৎকারে সামান্থা বলেন, “ফ্যামিলি ম্যান নিয়ে হোক বা এই বিষয়ে, এসব কটাক্ষে আমার কোনো প্রতিক্রিয়া হয় না। আমি সবসময় এরকমই ছিলাম। এই ধরনের শোরগোলের জবাব দেওয়া থেকে আমি বিরত থাকি, আর ভবিষ্যতেও এমনটাই করে যাবো।… আমার যখন বলা জরুরি বা বলতে ইচ্ছা হবে তখন আমি বলবো। জোর করে আমাকে দিয়ে কিছু বলানো যাবে না।“
‘ফ্যামিলি ম্যান’ সিরিজে তামিলদের আপত্তিকরভাবে উপস্থাপন বিতর্ক প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সামান্থা মন্তব্য করেছিলেন, প্রত্যেক মানুষের নিজস্ব ধ্যান-ধারণা থাকতে পারে। কারো আবেগে আঘাত দেওয়া হয়ে গেলে তা অনিচ্ছাকৃত।
‘‘আমি আনন্দিত যে শো রিলিজ় হওয়ার পরে অনেক আপত্তিই থেমে গিয়েছিল। আমার মনে হয় কেউ কেউ দেখলেন যে ব্যাপারটা আসলে খারাপ না যেমনটা তাঁরা ভেবেছিলেন। তবুও যারা এখনও আগের মতোই ভাবছেন, যাদের মনে ক্ষোভ আছে, তাঁদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’’