মনোবিজ্ঞানীর পরামর্শ নিচ্ছেন স্বরা

খুনের রহস্যভিত্তিক চলচ্চিত্রে অভিনয়ের জন্য মনোবিজ্ঞানীর পরামর্শ নিচ্ছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর।
চলচ্চিত্রে এক সিরিয়াল কিলারের পিছু নেবেন স্বরা। সিরিয়াল কিলারের চিন্তাধারা জানতে, চরিত্রকে দর্শকদের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতেই মনোবিজ্ঞানীর শরণাপন্ন হচ্ছেন তিনি। তিনি বলেন, “নিজের ভূমিকা বোঝা আর এসব বিষয় ঠিকভাবে সমাধা করা আমার কাছে খুবই জরুরি মনে হয়। এমন একটা সময়ে যখন দর্শকেরা প্রচুর সচেতনতা আর জানাশোনা রাখে, তখন অভিনয়শিল্পী ও নির্মাতাদের জন্য পর্দায় সঠিক উপস্থাপন নিশ্চিত করাটা আরও জরুরি হয়ে পড়ে।“

আর চরিত্রের প্রয়োজনে নেওয়া মানসিক চাপ থেকে বেরিয়ে আসতেও জানেন স্বরা। তিনি বলেন, “শ্বাস-প্রশ্বাস নির্ভর ইয়োগা, গাইডেড মেডিটেশন অথবা এনার্জি হিলিং, আর পরবর্তী শ্যুটিংয়ের আগে ছোট একটা ছুটি নেওয়াটা কাজে দেয়। তবে পরিবার এবং পোষা প্রাণিদের কাছে ফিরে যাওয়াই আমার কাছে সবচেয়ে বড় নিরাময়।“এর আগে ‘আনারকলি অফ আরাহ’ (২০১৭) এবং ‘ফ্লেশ’ (২০২০) চলচ্চিত্রেও জটিল চরিত্রে অভিনয় করেছেন স্বরা।
করোনা মহামারির পর কাজে ফিরে স্বস্তি প্রকাশ করেন স্বরা। বলেন, “দ্বিতীয় ঢেউয়ের কারণে বন্ধ হয়ে যাওয়া একটি চলচ্চিত্রের শ্যুটিং আবারও শুরু করেছি। সবকয়টি প্রতিশ্রুতির জায়গা করে দেওয়ার চেষ্টা নিয়ে আমি খুশি। মহামারি যদি আমাকে কিছু শিখিয়ে থাকে, তা হলো কাজ নিয়ে কৃতজ্ঞ থাকা।“

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন