চরকিতে মুক্তি পেলো ‘জোয়ার ভাটা’

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে ২৬ আগস্ট মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জোয়ার ভাটা’।

২০ মিনিট দৈর্ঘ্যের ‘জোয়ার ভাটা’ চলচ্চিত্রকে নিজের ফিলোসফিক্যাল ট্রিলজির দ্বিতীয় পর্ব বলছেন পরিচালক সুমন আনোয়ার। তিনি বলেন, এই চলচ্চিত্র আদতে এক নারীর মনস্তাত্ত্বিক ভ্রমণ, যিনি বাবার বাড়ি হোক বা স্বামীর, কোথাও আপন ঠিকানা খুঁজে পান না।

‘জোয়ার ভাটা’ চলচ্চিত্রে সুমেল চৌধুরীর কণ্ঠে দুটি গান আছে, আর আবহ সংগীত করেছেন সন্ধি। অভিনয় করেছেন ফারহানা হামিদ এবং শ্যামল মাওলা। ট্রিলজির প্রথম পর্ব ‘সদরঘাটের টাইগার’-ও এই দুজনকে নিয়েই নির্মাণ করেন এই পরিচালক।

করোনা পরিস্থিতির মধ্যে শ্যুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে সুমন বলেন, “সারাক্ষণ মুখে মাস্ক পরে থাকা, সামাজিক দূরত্ব বজায় রেখে শ্যুটিং করাটা সত্যিই লুকিয়ে লুকিয়ে যোদ্ধার মতোই কাজ করা। শুটিংয়ের মধ্যেই সবার মধ্যে একটা চিন্তা, জীবাণু সংক্রমণ করছি না তো। শুটিং শেষে বাড়িতে ফিরলে পরিবারের কেউ সংক্রমিত হবে কি না, এটাও একটা টেনশন। সেই সাবধানতা মেনে পারফরমারকে আবার দৃশ্যের প্রয়োজনে মাটিতে ঘুমাতে হচ্ছে, নৌকা চালাতে হচ্ছে। টানা দুই দিনের শুটিংয়ে মেকআপ তোলার সুযোগ ছিল না। একবারের মেকআপে পুরো শুটিং শেষ করতে হয়েছে। সবকিছু মিলিয়ে পুরো ব্যাপারটা এক্সিকিউট করা তো যুদ্ধের মতো।“

‘জোয়ার-ভাটা’ চলচ্চিত্রের পেছনে কঠোর শ্রম দেওয়া হয়েছে বলে জানান সুমন। তিনি বলেন, “টানা দুই দিন শ্যুটিং করেছি। ৪৮ ঘণ্টায় অভিনয়শিল্পী ও কলাকুশলীরা মাত্র এক ঘণ্টা ঘুমিয়েছে।“

এর আগে নুসরাত ইমরোজ তিশাকে নিয়ে রাতারগুল, কালারগুল ও গুলবাহার নামে আরেকটি ট্রিলজি বানিয়েছিলেন সুমন আনোয়ার।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন