ভারতীয় চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ পুরস্কার দাদাসাহেব ফালকে পুরস্কার। এবার এই পুরস্কার যাচ্ছে ভারতের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের একজন। তিনি হলেন রজনীকান্ত।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কথা জানিয়েছেন।
তিনি লিখেছেন, ‘২০১৯ সালের দাদাসাহেব ফালকে পুরস্কার দেয়া হচ্ছে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম সেরা শিল্পী রজনীকান্তকে।’ অভিনেতা, প্রযোজক এবং চিত্রনাট্যকার হিসেবে তাঁর অবদানের জন্য এই সম্মান বলেও মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।
গত বছরেই ঘোষণা হওয়ার কথা ছিল কে পাচ্ছেন ২০১৯ সালের দাদাসাহেব ফালকে পুরস্কার। কিন্তু কোভিডের কারণে গত বছর এসব করা সম্ভব হয়নি। তাই ২০২১ এ এলো ২০১৯ এর পুরস্কারপ্রাপ্তের নাম।
ভারতীয় সংবাদমাধ্যম আরও জানিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীর ঘোষণা থেকে জানা গেছে পুরস্কার দেয়ার জন্য এবারের জুরি বোর্ডে ছিলেন আশা ভোঁসলে, সুভাষ ঘাই, শঙ্কর মহাদেবন এবং বিশ্বজিৎ চট্টোপাধ্যায়।
১৯৭৫ সালে তামিলঅপূর্ব রাগনগল সিনেমায় কাজের মাধ্যমে রজনীকান্তের অভিনয় জীবন শুরু। সিনেমা জগতে প্রায় ৪৫ বছর কাটিয়ে ফেলেছেন রজনীকান্ত।