চার্লি ওয়াটস আর নেই

মারা গেছেন ব্রিটিশ ব্যান্ড ‘দ্যা রোলিং স্টোনস’-এর ড্রামার চার্লি ওয়াটস।

২৪ আগস্ট লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চার্লি ওয়াটস মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর মৃত্যুতে ‘দ্যা রোলিং স্টোনস’ ব্যান্ডের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে শোকবার্তা জানানো হয়। চার্লি ওয়াটসের মুখপাত্রও তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

৫০ বছরেরও বেশি সময় ধরে বিশ্বের অন্যতম আলোচিত ও সফল ড্রামার চার্লি ওয়াটস। ব্লুজ ও পঞ্চাশের দশকের রক অ্যান্ড রোল সংগীতের অনুপ্রেরণায় তৈরি ‘দ্যা রোলিং স্টোনস’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন চার্লি ওয়াটস। এই ব্যান্ডে চার্লি ওয়াটসের সঙ্গী ছিলেন মিক জ্যাগার, কিথ রিচার্ডস, রুনি উড, ব্রায়ান জোনস, বিল উয়াইম্যান।

শারীরিক অসুস্থতার কারণে এই মাসের শুরুতেই ‘দ্যা রোলিং স্টোনস’ ব্যান্ডের আসন্ন যুক্তরাষ্ট্র সফর থেকে সরে দাঁড়িয়েছিলেন চার্লি । এর আগে ২০০৫ সালে তাঁর গলায় ক্যানসার ধরা পড়লেও পরবর্তীতে সুস্থ হয়ে ওঠেন তিনি।

চার্লি ওয়াটসের মৃত্যুতে ‘দ্যা বিটলস’ ব্যান্ডের পল ম্যাকার্টনি, রিঙ্গো স্টার, এলটন জনের মতো তারকা সঙ্গীতশিল্পীরা শোক প্রকাশ করেছেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন