করোনায় মারা গেলেন শুভঙ্কর

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী তবলাবাদক শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়।

গতকাল ২৫ আগস্ট শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২০ জুন থেকেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

শুভঙ্কর হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর নামে একটি তহবিল চালু হয়। কিন্তু তা নিয়ে অনলাইনে সৃষ্টি হয় বিভ্রান্তি। জানা যায়, শিল্পীর পরিবারের পক্ষ থেকে তহবিল সংগ্রহের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাঁর শুভানুধ্যায়ীদের শুরু করা এই তহবিল সংগ্রহের কাজ পরবর্তীতে চালিয়ে যাওয়া হয়। শুভংকরের ছেলে আর্চিক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘শুরুতে আমরা চাইনি বাবার নামে এমন একটা তহবিল সংগ্রহের আবেদন চালু হয়ে ভাইরাল হয়ে যাক। কিন্তু তার পর বিভিন্ন শিল্পীর সঙ্গে কথা বলে আমরা সহমত হয়েছি যে, এই তহবিল চলুক।’’

পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ আমজাদ আলি খান, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া, পণ্ডিত বিরজু মহারাজ প্রমুখ শিল্পীদের সঙ্গে দীর্ঘদিন ধরে তবলা বাজিয়েছেন শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। সঙ্গীতে অবদানের জন্য ‘সঙ্গীত সম্মান’ এবং ‘সঙ্গীত মহা সম্মান’ পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন