সরকারি অনুদানের ‘গলুই’ চলচ্চিত্রে অভিনয় করতে পারেন ঢালিউড তারকা শাকিব খান ও পূজা চেরি।
‘গলুই’ চলচ্চিত্রের পরিচালক ও প্রযোজকের সঙ্গে আলোচনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন শাকিব খান। তবে চুক্তির প্রসঙ্গে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানাননি তিনি। তিনি বলেন, “আমার সঙ্গে ছবিটি নিয়ে কথা হয়েছে। কয়েকবারই প্রযোজক–পরিচালকের সঙ্গে গল্প নিয়ে আলাপ হয়েছে। গল্পটাও আমার ভালো লেগেছে। কী হচ্ছে, এটা জানতে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।“
একই সুর তুললেন পূজাও। বললেন, “শাকিব নিঃসন্দেহে বাংলাদেশের সুপারস্টার। তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারাটা যে কারও জন্য ভীষণ সৌভাগ্যের। আমার জন্য তো আরও বেশি আনন্দের। দেখা যাক কী হয়। গল্পটা শুনেছি, ভীষণ ভালো লেগেছে। চূড়ান্ত কিছু জানতে হলে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।“ শাকিবের বিপরীতে নায়িকা হিসেবে পূজার প্রথম চলচ্চিত্র হবে ‘গলুই’।
অভিনয়শিল্পী প্রসঙ্গে চূড়ান্ত ঘোষণা না দিলেও আগামী ১০ সেপ্টেম্বর থেকে ‘গলুই’ চলচ্চিত্রের শ্যুটিং শুরু করতে চান বলে জানান পরিচালক এস এ হক অলীক। তিনি বলেন, “আমাদের সঙ্গে শাকিব খান ও পূজা চেরির কথা হয়েছে। আলাপ–আলোচনা অনেক দূর এগিয়েছে, কিন্তু আমরা এখনই চূড়ান্ত কিছু বলতে চাইছি না। খুব শিগগিরই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিস্তারিত জানাতে চাই।“
গান রেকর্ডিংয়ের মধ্য দিয়ে ‘গলুই’ চলচ্চিত্রের নির্মাণকাজ শুরু হয়েছে। ইমন সাহার সুর ও সঙ্গীতে এই গানে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ।