কম বয়সে ওজন অতিরিক্ত বেড়ে যাওয়ার পেছনে মা-বাবার বিবাহবিচ্ছেদকে দায়ী করলেন অর্জুন কাপুর।
১৯৯৬ সালে অর্জুনের বাবা প্রযোজক বনি কপূর ও মা মোনা সুরির বিবাহবিচ্ছেদ ঘটে। অর্জুনের বয়স তখন মাত্র ১১ বছর। এর কিছুদিন পরেই অভিনেত্রী শ্রীদেবীকে বিয়ে করেন বনি কাপুর। বালক বয়সের এই সময়টা মোটেই সহজ ছিল না, জানান অর্জুন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্জুন বলেন, “আমার মনে আছে, আমার শরীরের আকার নিয়ে আমি স্বচ্ছন্দ ছিলাম। আমার কোনও সমস্যা ছিল না, আমি সচেতনও ছিলাম না। তবে এই বদল ঘটে একটি গ্রীষ্মে।” মা-বাবার বিচ্ছেদের পর মানসিক চাপ সামাল দিতে তিনি খাবারে নির্ভরশীল হয়ে পড়েন। ফলে রাতারাতি তাঁর ওজন বেড়ে যায়।
অর্জুন জানান, মা-বাবার বিবাহবিচ্ছেদের কারণে স্কুলে বন্ধু-বান্ধবদের কাছে অনেক বিদ্রূপও শুনতে হয়েছে তাঁকে। এতে স্কুল যাওয়াই ছেড়ে দেন তিনি; আর অতিরিক্ত খাওয়াদাওয়ার ফলে ওজন বেড়ে দাঁড়ায় ১৪০ কেজিতে।
এত বেশি ওজন নিয়ে অভিনেতা হওয়ার স্বপ্ন দেখা তাঁর পক্ষে বেশ কঠিন ছিল। তবে অভিনয় জগতে জায়গা করে নিতে গিয়ে বলিউড তারকা সালমান খানের সহায়তা পেয়েছেন বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন অর্জুন।
সম্প্রতি অর্জুন কাপুর অভিনীত ‘সন্দীপ অউর পিঙ্কি ফরার’ ও ‘সর্দার কা গ্র্যান্ডসন’ চলচ্চিত্র দুটি মুক্তি পেয়েছে।