কর্মচারীকে আঘাত করার অভিযোগে মার্কিন সঙ্গীতশিল্পী ব্রিটনি স্পিয়ার্সের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে ভেনচুরা কাউন্টি শেরিফ’স ডিপার্টমেন্ট।
ক্যাপটেন এরিক বাসচাও জানান, গত ১৬ আগস্ট সকালে ব্রিটনি নিজ বাড়িতে এক কর্মচারীকে আঘাত করেন বলে অভিযোগ এসেছে। তদন্তসাপেক্ষে ৩৯ বছর বয়সী ব্রিটনির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা তা নির্ধারিত হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
তবে ব্রিটনির আইনজীবী ম্যাথু রোজেনগার্ট দাবি করেন, এই অভিযোগ ভিত্তিহীন। এক বিবৃতিতে তিনি বলেন, “একটি সেল ফোন নিয়ে ‘অমুক বলেছে তমুক বলেছে’ এমন বানোয়াট (অভিযোগ), যেখানে মারধর বা আঘাতের চিহ্নমাত্র নেই। যে কেউ অভিযোগ করতে পারে, কিন্তু সঙ্গে সঙ্গেই এর ফয়সালা হওয়া উচিত ছিল।“
রোজেনগার্ট আরও বলেন, “শেরিফ অফিস পর্যন্ত স্বীকার করেছে যে এ ঘটনাটি ‘খুবই সামান্য দুর্ব্যবহারের’ পর্যায়ে পড়ে, আর নিশ্চিত করেছে ‘যে কোনো রকমের আঘাতের চিহ্ন নেই’। ব্রিটনি স্পিয়ার্স এখানে জড়িত না থাকলে অভিযোগই জমা পড়তো না।”