আজ ২০ আগস্ট চীনের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ডিজনি/পিক্সার অ্যানিমেটেড চলচ্চিত্র ‘লুকা’। গত আড়াই মাসে চীনে কোনো হলিউড স্টুডিওর মুক্তি দেওয়া প্রথম চলচ্চিত্র হতে যাচ্ছে এটি।
এনরিকো ক্যাসারোসা পরিচালিত ‘লুকা’ চলচ্চিত্রের গল্প কিশোর বয়সের দুই সামুদ্রিক দানব – লুকা আর আলবার্তোকে নিয়ে। অ্যাডভেঞ্চারের নেশায় ভূমধ্যসাগর ছেড়ে তারা এক গ্রামে ঢুকে পড়ে, নেয় মানুষের রূপ। লুকার কণ্ঠ দিয়েছেন জ্যাকব ট্রেম্বলে, আর আলবার্তোর ভূমিকায় জ্যাক ডিলান গ্রেজার।
জুনে ডিজনি প্লাস মুক্তির প্রথম সপ্তাহেই এই স্ট্রিমিং প্লাটফর্মে সবচেয়ে বেশি দেখা চলচ্চিত্রগুলোর তালিকায় শীর্ষস্থান দখল করে ‘লুকা’। চীনের বাইরে প্রেক্ষাগৃহগুলোতে ৩০ মিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে এই চলচ্চিত্রটি।
চাইনিজ কমিউনিস্ট পার্টির ১০০ বছর পূর্তি উপলক্ষে চীনে বিদেশি চলচ্চিত্র মুক্তিতে অনেকটাই ভাটা পড়েছে। দেশটিতে সর্বশেষ হলিউড চলচ্চিত্র ছিল গত ১১ জুন মুক্তি পাওয়া সনি পিকচারস -এর ‘পিটার র্যাবিট টু : দ্যা রানঅ্যাওয়ে’।
করোনাভাইরাসের ডেলটা ধরনের সংক্রমণ এবং এর ফলে স্ট্রিমিং প্লাটফর্মে চলচ্চিত্র মুক্তির হার বেড়ে যাওয়ায় চীনের প্রেক্ষাগৃহ বাজার হারাচ্ছে বড় বাজেটের চলচ্চিত্র ডিজনি/মারভেল স্টুডিওর ‘ব্ল্যাক উইডো’, ওয়ার্নার ব্রাদারস-এর ‘স্পেইস জ্যাম : আ নিউ লিগ্যাসি’ এবং ডিজনির ‘জাঙ্গল ক্রুজ’। এই ধাক্কার মুখোমুখি হওয়ার আশঙ্কায় আছে আসন্ন চলচ্চিত্র ওয়ার্নার ব্রাদারস-এর ‘রেমিনিসেন্স’, লিজেন্ডারি পিকচারস-এর ‘ডুন’ এবং ডিজনির ‘শ্যাং চি অ্যান্ড দ্যা লেজেন্ড অফ দ্যা টেন রিংস’-এরও।
‘লুকা’ চলচ্চিত্রটি ক্যাসারোসা পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে তাঁর নির্মিত পিক্সার শর্টফিল্ম ‘লা লুনা’ অস্কার মনোনয়ন পায়।