দলিত জনগোষ্ঠীকে নিয়ে অপমানজনক মন্তব্য করায় গ্রেফতার হয়েছেন তামিল অভিনেত্রী মিরা মিথুন।
একটি দলিতকেন্দ্রিক দলের দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে ১৫ আগস্ট কেরালা পুলিশ মিরাকে গ্রেফতার করে। গ্রেফতারের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রাণনাশের হুমকি দেন তিনি।
দলিত সম্প্রদায়কে নিয়ে মিরা অপমানজনক মন্তব্য করছেন – এমন একটি ভিডিও গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ভিডিওতে দেখা যায়, তিনি এক পরিচালকের বিরুদ্ধে তাঁর ছবি চুরি করে চলচ্চিত্রের ফার্স্ট লুকে ব্যবহারের অভিযোগ আনেন। এরপরই দলিত সম্প্রদায়ের জন্য অপমানজনক একটি শব্দ ব্যবহার করে তিনি বলেন, দলিত সম্প্রদায়ের মানুষ অপরাধ ও বেআইনি কর্মকাণ্ডে জড়িত। এই সম্প্রদায়ের পরিচালক ও অভিনেতাদের তামিল চলচ্চিত্র থেকে বের করে দেওয়া দরকার বলেও মন্তব্য করেন তিনি।
তামিল চলচ্চিত্রে কিছু জনপ্রিয় চরিত্রে অভিনয় ছাড়াও বিগ বস টিভি শো-তে অংশ নিয়েছেন মিরা।