বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক তিনটি চলচ্চিত্রে বঙ্গবন্ধুর মায়ের ভূমিকায় অভিনয় করছেন দিলারা জামান।
‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’, ‘চিরঞ্জীব মুজিব’ এবং ‘বঙ্গবন্ধু’ – তিনটি চলচ্চিত্রেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মা শেখ সায়েরা খাতুনের ভূমিকায় আছেন দিলারা জামান। তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মায়ের চরিত্রে অভিনয় করেছি, এর চেয়ে অভিনয়জীবনে আর বড় পাওয়া হতে পারে না। এই কাজের মাধ্যমে আমি ইতিহাসের অংশ হয়ে থাকব।’
সেলিম খান পরিচালিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ এবং জুয়েল মাহমুদ পরিচালিত ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রে নির্মাতাদের প্রচেষ্টায় সন্তোষ জানান তিনি। বলেন, “যেখানে অসংগতি মনে হয়েছে, সেখানে তাদের টুকটাক ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ছবি দুটি আমার দেখার সুযোগ হয়নি। তবে ডাবিংয়ের সময় যতটা দেখেছি, মোটামুটি ভালোই লেগেছে।“
ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে দিলারা জামান বলেন, “পরিচালক শ্যাম বেনেগাল আমাকে বেহেনজি বলে ডাকতেন। খুব যত্ন নিয়েছেন। একবার অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি ডাক্তার নিয়ে এলেন। তাঁর অধীনে ১০ জন পরিচালক কাজ করছিলেন। বঙ্গবন্ধুকে নিয়ে তাঁদের গভীর পড়াশোনা ও গবেষণা আমাকে বিস্মিত করেছে। বেনেগাল আমাকে জেশ্চার-পোশ্চার হাঁটাচলা, অভিব্যক্তিগুলো শিখিয়ে দিয়েছেন। শেখ লুৎফর রহমানের ভূমিকায় আমার সহশিল্পী ছিলেন (খায়রুল আলম) সবুজ ভাই। আমাদের সংলাপ ছিল কম। বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া, আমাদের বাড়ি থেকে বের করে দেওয়া, এক কাপড়ে ঢাকায় আসা, এসবই উঠে এসেছে।“