মারভেল স্টুডিওজের ‘শ্যাং চি অ্যান্ড দ্যা লেজেন্ড অফ টেন রিংস’ চলচ্চিত্রটির মুক্তি পরীক্ষামূলক – ডিজনি সিইও-এর এমন মন্তব্যের সমালোচনা করেছেন অভিনেতা সিমু লিউ।
হলিউড রিপোর্টার জানায়, ১২ আগস্ট এক আলোচনায় ডিজনি সিইও বব চ্যাপেক ‘শ্যাং চি অ্যান্ড দ্যা লেজেন্ড অফ টেন রিংস’ চলচ্চিত্রটিকে ভবিষ্যতে প্রেক্ষাগৃহে চলচ্চিত্র মুক্তির ‘পরীক্ষা’ হিসেবে উল্লেখ করেন। ডিজনি সিইও-এর এই মন্তব্যের ভিত্তিতে ১৪ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সিমু লিউ বলেন, চলচ্চিত্রটি মুক্তির ব্যাপারে বরং উদগ্রীব তিনি। ডেসটিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত ‘শ্যাং চি অ্যান্ড দ্যা লেজেন্ড অফ টেন রিংস’ চলচ্চিত্রে মার্শাল আর্টস সুপারহিরো শ্যাং চি-এর ভূমিকায় অভিনয় করেছেন সিমু।
এই চীনা বংশোদ্ভূত কানাডিয়ান অভিনেতা বলেন, “আমরা কোনো পরীক্ষা নই। আমরা আন্ডারডগ, যাদের অবমূল্যায়ন করা হয়। আমরাই আকাশ ছাড়িয়ে যাবো। এক বছর লড়াইয়ের পর আমরাই সংস্কৃতি ও আনন্দ উদযাপনের এক মাধ্যম। আমরাই বিস্ময়।“
‘শ্যাং চি অ্যান্ড দ্যা লেজেন্ড অফ টেন রিংস’ চলচ্চিত্রটি ৩ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই চলচ্চিত্রে সিমু ছাড়াও আরও অভিনয় করবেন অকওয়াফিনা, রনি চিয়েং, টনি লিউং এবং মিশেল ইয়োহ। প্রেক্ষাগৃহে মুক্তির ৪৫ দিন পরই চলচ্চিত্রটি ডিজনি প্লাস প্লাটফরমে মুক্তি পাবে।
করোনা অতিমারির মধ্যে এশিয়ান অভিনয়শিল্পীদের মুখ্য চরিত্রে রেখে ডিজনি এই দ্বিতীয় চলচ্চিত্র মুক্তি দিতে যাচ্ছে। এর আগে ২০২০ সালের ৪ সেপ্টেম্বর মুক্তি পায় ‘মুলান’।