‘সনিক দ্যা হেজহগ টু’ চলচ্চিত্রে জনপ্রিয় ভিডিও গেইমস চরিত্র ‘নাকলস’-এর কণ্ঠ দেবেন জনপ্রিয় হলিউড অভিনেতা ইদরিস এলবা।
‘সনিক’ ফ্র্যাঞ্চাইজি নির্মিত হয়েছে জনপ্রিয় ভিডিও গেইমস সিরিজ অবলম্বনে। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘সনিক দ্যা হেজহগ থ্রি’ গেইমে নাকলস প্রথমে সনিকের শত্রু হিসেবে শুরু করলেও পরে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়। পরের বছরই ‘সনিক অ্যান্ড নাকলস’ গেইমে সনিকের পাশাপাশি নায়কের ভূমিকায় অবতীর্ণ হয় নাকলস-ও।
প্রথম ‘সনিক’ চলচ্চিত্রটির মতো ‘সনিক দ্যা হেজহগ টু’ চলচ্চিত্রেরও পরিচালনায় আছেন জেফ ফাওলার। অভিনয় করছেন জেইমস মারসডে, টিকা সাম্পটার, ন্যাটাশা রথওয়েল, অ্যাডাম প্যালি, শেমার মুর এবং জিম ক্যারি। মূল চরিত্র সনিকের ভূমিকায় কণ্ঠ দিচ্ছেন বেন শোয়ার্জ।
করোনাভাইরাস পরিস্থিতির ঠিক আগেই প্রথম ‘সনিক’ চলচ্চিত্রটি প্যারামাউন্টকে সাফল্য এনে দেয়। ২০২০ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার পর থেকে প্রায় ৩২০ মিলিয়ন ডলার আয় করেছে চলচ্চিত্রটি।
২০২২ সালের ৮ এপ্রিল মুক্তি পাবে ‘সনিক দ্যা হেজহগ টু’।
ইদরিস এলবা সম্প্রতি মুক্তি পাওয়া ডিসি কমিকস চলচ্চিত্র ‘দ্যা সুইসাইড স্কোয়াড’ চলচ্চিত্রে ব্লাডস্পোর্ট চরিত্রে অভিনয় করেছেন। কমিকস অবলম্বনে নির্মিত চলচ্চিত্রে এছাড়াও মারভেল দুনিয়ায় অ্যাসগার্ডের পাহারাদার হেইমডাল-এর ভূমিকায় অভিনয় করেন তিনি। এই বছরের অক্টোবরে তাঁর অভিনীত ওয়েস্টার্ন সিরিজ ‘দ্যা হার্ডার দে ফল’ নেটফ্লিক্সে মুক্তি পাবে।