থ্রিলার চলচ্চিত্র ‘দ্যা প্লেইন’-এ জেরার্ড বাটলারের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন ইয়োসোন অ্যান।
‘দ্যা প্লেইন’ চলচ্চিত্রে জেরার্ড বাটলার পাইলট ব্রডি টর্যান্স চরিত্রে অভিনয় করবেন। ঝড়ে ক্ষতিগ্রস্ত বিমান নিয়ে তিনি অবতরণে সফল হলেও ঢুকে পড়েন শত্রু এলাকার মধ্যে। এক সন্ত্রাসী দলের খপ্পরে পড়েন, যারা বিমান সহ যাত্রীদের জিম্মি করতে চায়। যতক্ষণ না সাহায্য আসছে, যাত্রীদের নিরাপদ রাখার দায়িত্ব তাঁর ঘাড়েই। আর অ্যান থাকবেন ফার্স্ট অফিসার ডেলে চরিত্রে।
লায়নসগেট স্টুডিওর ‘দ্যা প্লেইন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য আলোচনায় আরও আছেন মাইক কোল্টার, ড্যানিয়েলা পিনেডা এবং কেলি গেইল। এই মাসেই পুয়ের্তো রিকোতে এই চলচ্চিত্রের শ্যুটিং শুরু হয়। চার্লস কামিং-এর উপন্যাস ‘দ্যা প্লেইন’ অবলম্বনে নির্মিতব্য চলচ্চিত্রটি পরিচালনা করছেন জ্যাঁ-ফ্র্যাংকোয়া রিশে।
ইয়োসোন অ্যান এর আগে ডিজনির ২০২০ সালে মুক্তি পাওয়া লাইভ অ্যাকশন ‘মুলান’ চলচ্চিত্রে চেন হনঘুই চরিত্রে অভিনয় করেন। এছাড়াও ‘দ্যা লুমিনারিজ’ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।