শিহাব শাহীন পরিচালিত নতুন ওয়েব সিনেমা “যদি কিন্তু তবুও” জি-ফাইভে সম্প্রচারিত হয়েছে।
ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিহা, জিয়াউল ফারুক অপূর্ব, তারিক আনাম খান প্রমূখ। ইতিপূর্বে ছবিটির টিজার দর্শকদের খুবই পছন্দ হয়েছে।
২০২০ সালের প্রায় শুরুর দিকে এই ছবির ঘোষণা দিয়েছিল জি-ফাইভ। ভারতীয় অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি-ফাইভের প্রযোজনায় নির্মিত ”যদি কিন্তু তবুও”। তবে করোনার উপদ্রবের কারণে শুটিংয়ের কাজ পিছিয়ে পরেছিল।
ছবিটি মুক্তি পাওয়ার আগে থেকেই দর্শকদের উত্তেজনা বৃদ্ধি পেয়েছিল দ্বিগুণ। সেটা যেনো এখন পুরোই জমজমাট। রোমান্টিক কমেডি ঘরোয়া ছবিটি দর্শকদের প্রশংসা পেয়েছে অনেক। ছবিটি দেখার পর কেউ কেউ বলেছেন, এক্সাইটমেন্ট একশ পারসেন্ট পূরণ হলো, এ যাবতকালে বাংলাদেশের অন্যতম সেরা রোমান্টিক ছবি।
নেটিজনদের মতে জুটি হিসেবে অসাধারণ রসায়ন ছিল অপূর্ব ও ফারিয়ার মধ্যে ।