কোনোরকম কাটাছেঁড়া ছাড়াই সেন্সর বোর্ডে ছাড়পত্র পেলো প্রসূন আজাদ অভিনীত চলচ্চিত্র ‘পদ্মাপুরাণ’।
পদ্মা নদীর পাড়ের স্বল্পআয়ের মানুষদের জীবন নিয়ে ‘পদ্মাপুরাণ’ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন রাশিদ পলাশ। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন লাক্স তারকা প্রসূন আজাদ। এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন সাদিয়া মাহি, চম্পা, শম্পা রেজা, শিমুল খান, ডন, কায়েস চৌধুরী, ইলোরা গহর, মারিয়া সহ আরও অনেকে। চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন রায়হান শশী।
‘পদ্মপুরাণ’ চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা ছিলো এই বছরের ফেব্রুয়ারিতে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব কিছুটা কমলেই চলচ্চিত্রটি মুক্তি পাবে বলে জানান পরিচালক রাশিদ পলাশ। তিনি বলেন, “পদ্মপুরাণ চলচ্চিত্রটির শুটিং করা হয়েছে পদ্মা নদীর চরে। টিমের সহযোগিতা ছাড়া কোনোভাবেই এটি শেষ করা সম্ভব হতো না। সম্পূর্ণ কৃতিত্ব আমাদের টিমের।”