বিয়ে করেছেন জনপ্রিয় টিভি অভিনেতা ও মডেল নিলয় আলমগীর।
গত ৭ জুলাই উত্তরায় নিজ বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সারেন নিলয়। অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠ কিছু মানুষ ও বিনোদন জগতের কিছু বন্ধু উপস্থিত ছিলেন।
নিলয় জানান, তাঁর স্ত্রীর নাম তাসনুভা তাবাসসুম। তিনি ঢাকার হোম ইকোনমিকস কলেজের শিক্ষার্থী। নিলয় বলেন, ‘বিয়ের বয়স এরই মধ্যে মাসখানেক পেরিয়ে গেছে। আলহামদুলিল্লাহ অনুভূতিও ভালো।’
বিয়ের খবর গোপন রাখার কারণ সম্পর্ক জানতে চাইলে নিলয় বলেন, ‘কঠোর বিধিনিষেধ, করোনার সংক্রমণ বেড়ে গেছে – এসবের মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছি, তাই কাউকে জানাতে চাইনি। আমরা কিন্তু সর্বোচ্চ স্বাস্থ্য সুরক্ষা মেনে বিয়ের অনুষ্ঠান করেছি।’
এর আগে ২০১৬ সালের ৭ জানুয়ারি মডেল ও টিভি অভিনেত্রী আনিকা কবির শখকে বিয়ে করেন নিলয়। ২০১৭ সালের ১৭ জুলাই তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।