মা-বাবা স্বামী সন্তানকে নিয়ে আনন্দে হোলি উদযাপন করলেন অভিনেত্রী পূজা। পূজা পরে আছেন রঙিন স্যালোয়াড় কামিজ । মেখে আছেন আবির। স্বামী কুনাল মেখে দিয়েছেন গালে হোলি। সাথে এ পরিবারের নতুন সদস্য ছেলে কৃশব। মা-বাবার কোলে চেপে হোলি খেলছেন। ছবিতে তাকে দেখা যাচ্ছে কৃশবের বাঁধ ভাঙা আনন্দ।
২০১৯ সালে পূজোয়- হৈচৈ এর সিরিজ ‘পাপ’ প্রথম মুক্তি পায়। বেশকিছু দিন আগে এই সংস্থা ঘোষনা দিয়েছিলেন, দর্শক চাহিদায় ফিরছে ‘পাপ’। আগের সিরিজটি যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হবে নতুন সিজন।
বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্রে জানা যায়, নতুন সিরিজে পূজোর পাশাপাশি প্রথম সিরিজের অভিনেতাদেরই দেখা যাবে। তার মধ্যে আছে কিছু রদ বদলও। ‘পার্বণী’র বোনের চরিত্রে আগের সিরিজে অভিনয় করেছিলেন সোলাঙ্কি রায়।