ক্যান্সারে মারা গেলেন সারান্যা

প্রায় এক দশক ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে মারা গেলেন মালায়লাম টিভি অভিনেত্রী সারান্যা সাসি।
ব্রেইন টিউমারে আক্রান্ত সারান্যা গতকাল ৯ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৩৫ বছর।
স্থানীয় এক দৈনিকের প্রতিবেদন থেকে জানা যায়, নিউমোনিয়া সংক্রমণ এবং রক্তে সোডিয়ামের মাত্রা কমে যাওয়ায় সারান্যাকে থিরুভানানথাপুরামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ৯ আগস্ট দুপুরে তিনি হাসপাতালে মারা যান।
২০১২ সালে সারান্যার শরীরে প্রথম ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তাঁর শরীরে ১১টি অস্ত্রোপচার হয় বলে জানিয়েছে দৈনিকটি।
করোনায় আক্রান্ত হওয়ায় দুই সপ্তাহ আগেও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে প্রতিবেদনে বলা হয়। চিকিৎসা নেওয়ার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।
ক্যান্সার ধরা পড়ার পর থেকে সারান্যা আর্থিক সংকটে ভুগছিলেন। চলচ্চিত্র অঙ্গনের শুভানুধ্যায়ীদের কাছে তিনি সহায়তা চেয়েছিলেন বলেও জানা যায়।
‘মানথ্রাকোদি’, ‘সিথা’, ‘মানাসা মায়না’, ‘কারুথা মুথু’ ও ‘হারিচান্দানাম’-এর মতো টিভি শো-তে অভিনয় করে সারান্যা জনপ্রিয়তা অর্জন করেন। এছাড়া চলচ্চিত্র অঙ্গনেও তাঁর পদচারণা ছিল। ‘ছোটা মুম্বাই’, ‘বোম্বে’, ‘চাকো রানদামান’ ও ‘থালাপ্পাভু’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রের ভূমিকায় অভিনয় করেন তিনি।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন