ভারতে প্রকাশ্যে শিশুকে দুধপান করানো প্রচণ্ড অস্বস্তিকর বলে মন্তব্য করেছেন সম্প্রতি মা হওয়া বলিউড অভিনেত্রী দিয়া মির্জা।
বিশ্ব মাতৃদুগ্ধপান সপ্তাহ উপলক্ষে মিড-ডে কে দিয়া বলেন, “নতুন মায়েরা নিরাপদ জায়গার যে অভাব বোধ করে থাকেন, তা আমি তীব্রভাবে টের পাচ্ছি। আর যদি তাঁদের সামাজিক বা অর্থনৈতিক অবস্থান দুর্বল হয়ে থাকে, তাহলে তো কথাই নেই। এ বিষয়টা কেন কখনো আলোচনায় আসে না যে কনস্ট্রাকশন সাইটে, খামারে এবং রাস্তার পাশে দোকানগুলোয় প্রকাশ্যে শিশুকে দুধপান করানো প্রান্তিক মায়েদের জন্য কতটা কঠিন?”
দিয়া উল্লেখ করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী নিয়মিত বুকের দুধ পান করানো না হলে শিশুমৃত্যুর হার ছয় থেকে দশ গুণ পর্যন্ত বেড়ে যায়। তিনি বলেন, “ভারতে সামাজিক আচরণে নিয়মতান্ত্রিক পরিবর্তন আনা জরুরি। শিশুকে দুধপান করানোকে স্বাভাবিক আচরণ হিসেবে দেখা উচিত, কিন্তু জনসম্মুখে এ কাজ করলে চরম লজ্জা আর অপমান সহ্য করতে হয়।“
গত মে মাসে এক ছেলে সন্তানের মা হন দিয়া মির্জা । সন্তানের নাম রাখা হয়েছে আভইয়ান।