টেক দুনিয়াটাই প্রতিযোগিতার। এখানে এক একটি টেক প্রতিষ্ঠান অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে যাচ্ছে। তাদের লড়াইয়ের অন্যতম খাত স্মার্টফোন। সেই লড়াইয়ের অংশ হিসেবেই আসছে একের পর এক স্মার্টফোন। ইদানিং আলোচনার তুঙ্গে—এমন তিনটি স্মার্টফোনের খবর জানাচ্ছে থ্রিসিক্সটি বিনোদন
আইফোন থার্টিন
এইবছরের সেপ্টেম্বরে বাজারে আসছে ‘আইফোন থার্টিন’ সিরিজ। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ফোনগুলো প্রি-অর্ডার করা যাবে। ধারণা করা হচ্ছে, এর দাম আইফোন টুয়েল্ভের মতোই হবে। জানা গেছে, থার্টিনে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসছে না। যদিও চলতি বছরের শুরু থেকেই বড় পরিবর্তনের কথা বলে আসছিল অ্যাপল। নতুন সিরিজে থাকছে ‘এ-১৫ বায়োনেট’ চিপসেট ও ফাইভ-জি নেটওয়ার্ক। বিশেষজ্ঞেরা বলছেন, আইফোন থার্টিন সিরিজ ভালো না লাগলে আইফোন ফোরর্টিনের জন্য অপেক্ষা করা ছাড়া আইফোনপ্রেমীদের কোনো উপায় নেই।
নোকিয়া এক্সআর টুয়েন্টি
এমাসেই বাজারে আসবে ‘নোকিয়া এক্সআর টোয়েন্টি’ ফোন। নোকিয়ার মাতৃপ্রতিষ্ঠান ‘এইচএমডি গ্লোবাল’ জানিয়েছে, এটিই তাদের ‘লাইফ-প্রুফ’ সিরিজের প্রথম ফোন। এই অ্যান্ডরয়েড ফোনটির দাম ধরা হয়েছে সাড়ে ৫০০ মার্কিন ডলার। এখন পর্যন্ত নোকিয়ার আপডেটেড পোর্টফোলিওর সবচেয়ে দামি ফোন এটি। নোকিয়ার দাবি, বাজারে থাকা স্মার্টফোনগুলোর স্ক্রিনের চেয়ে এটি ৪ গুণ বেশি স্ক্র্যাচ-নিরোধক। ৬ ফুট উচ্চতা থেকে পড়লেও নাকি ফোনের কিছুই হবে না। সর্বোচ্চ ৫৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও ফোনটি কাজ করবে। ফোনটি ৫ ফুট পানির নিচে এক ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকবে। এই ফোনে থাকছে ৬ দশমিক ৬৭ ইঞ্চি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৪৮০ ৫জি চিপ, ৬ গিগাবাইট র্যাম, ১২৮ গিগাবাইট স্টোরেজ এবং ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা।
পিক্সেল সিক্স এবং পিক্সেল সিক্স প্রো
এদিকে অনেকদিন পর ‘পিক্সেল সিক্স’ এবং ‘পিক্সেল সিক্স প্রো’ মডেলের নতুন দুটি স্মার্টফোনের ঘোষণা দিয়েছে গুগল। কোয়ালকম চিপের ওপর নির্ভর না করে নিজস্ব ‘টেনসর’ চিপে চলবে ফাইভ-জি স্মার্টফোন দুটি। দুটি স্মার্টফোনের পেছনের ক্যামেরায় মূল লেন্সের সঙ্গে আলট্রাওয়াইড লেন্স থাকবে। আর ‘পিক্সেল সিক্স প্রো’তে থাকবে অতিরিক্ত একটি টেলিফটো লেন্স। দুটি ফোনের ডিসপ্লে যথাক্রমে ৬ দশমিক ৪ এবং ৬ দশমিক ৭ ইঞ্চির। দাম ও বাজারে ছাড়ার তারিখ এখনো জানানো হয়।