দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী জুটি মৌসুমী ওমর সানি দম্পতির বড় ছেলে ফারদিন এহসান স্বাধীনের বিয়ে হয়েছে। সন্তানের জীবনে নতুন এই বন্ধনের মাধ্যমে নতুন পরিচয় পেলেন মৌসুমী-সানি। স্বামী-স্ত্রী, বাবা-মা হওয়ার ধারাবাহিকতায় এবার তারা হলেন শ্বশুর-শাশুড়ি।
ফারদিনের বিয়ে হয়েছে ২৬ মার্চ। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা ও ফারদিনের বাবা ওমর সানি।
ফারদিনের স্ত্রীর নাম সাদিয়া রহমান। তিনি ও তার বাবা-মা সবাই কানাডাতে থাকেন বলে জানান ওমর সানি।
ওমর সানি বলেন, ‘আগে থেকেই ইচ্ছে ছিল ২৬ মার্চ আমি আমার সন্তানকে বিয়ে দেব। আল্লাহ সেই আশা আমার পূরণ করেছে।’
তিনি আরও বলেন, ‘বিয়ের অনুষ্ঠান এপ্রিলে করার ইচ্ছা ছিল। কিন্তু করোনার কারণে সেটা আর সম্ভব হচ্ছে না। মেয়ের মা দেশে থাকলেও বাবা কানাডায় আছেন। তিনি এখনই আসতে পারছেন না। তাই বিয়ের অনুষ্ঠান হবে ঈদের পর।’
রাজধানীর আজাদ মসজিদে বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। পুত্র ও পুত্রবধূ দুজনেই এখন মৌসুমী-সানির কাছে রয়েছেন।