সৃজিত, বাঘ ও পঙ্কজের গল্প

রয়াল বেঙ্গল টাইগারের অভয়ারণ্য ভারতের ‘পীলীভীত টাইগার রিজার্ভ’। দেখা গেল এখানকার বাঘ লোকালয়ে ঢুকে মানুষ শিকার করছে। ধীরে ধীরে বাঘের থাবায় মানুষ নিহত হওয়ার ঘটনা বাড়তে লাগলো। পরে একসময় সামনে এলো এক বিস্ময়কর ও অবিশ্বাস্য সত্য। গ্রামের কিছু লোভী মানুষ সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে পরিবারের সবচেয়ে বয়স্ক মানুষটিকে বাঘের মুখে তুলে দিতো! এভাবে অনেককে হত্যা করা হয়। এই বাস্তব ঘটনা অবলম্বনেই তৈরি হচ্ছে সৃজিত মুখার্জির ‘শেরদিল সিনেমা’।

‘শেরদিল’-এ প্রধান ভূমিকায় অভিনয় করবেন এসময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। তাকে এই সিনেমায় একজন গ্রাম প্রধানের চরিত্রে অভিনয় করবেন—যিনি জঙ্গলে গিয়ে তার পরিবারকে বাঁচানোর চেষ্টা করেন। সৃজিত মিড ডে পত্রিকাকে জানিয়েছেন, পঙ্কজের চরিত্রটি বীরত্বপূর্ণ ও অনুপ্রাণিত করবে। আরো বলেছেন, ‘পঙ্কজের সঙ্গে এটি আমার প্রথম প্রকল্প।…পঙ্কজ ব্যাপক জনপ্রিয় হওয়া সত্ত্বেও সে খুবই সাদাসিধা মানুষ—তবে শক্তিমান অভিনেতা।’

সৃজিত আরো জানিয়েছেন, এই সিনেমার প্রস্তুতি শুরু হয়েছে ২০১৭ সালে। ঘোষণা করা হয় গতবছরের নভেম্বরে। বয়স্কদের বাঘের দিকে ঠেলে দেয়ার ঘটনা নিয়ে ২০১৭ সালে পত্র-পত্রিকায় বহু প্রতিবেদন প্রকাশিত হয়। সৃজিত জানিয়েছেন, ‘শেরদিল’ সিনেমার চিত্রনাট্যের অন্যতম ভিত্তি এসব প্রতিবেদন। তিনি তরুণ চিত্রনাট্যকার সুদীপ নিগামকে নিয়ে এই সিনেমার চিত্রনাট্য তৈরি করেছেন। এবছরের শেষের দিকে সিনেমার শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন সিনেমার উপযোগী বনাঞ্চল খোঁজা হচ্ছে।

বিদ্যা বালান অভিনীত ‘শেরনি’ দেখে জুন মাসে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন সৃজিত। দুই কারণে তিনি খুশি—সিনেমাটি তার ভালো লেগেছে বলে এবং ‘শেরনি’র গল্পের সঙ্গে তার নির্মিতব্য ‘শেরদিল’ সিনেমার গল্পের কোনো মিল নেই জেনে। মিল এক জায়গাতেই—প্রকৃতি ও মানুষের মধ্যকার দ্বন্দ্ব।

মুক্তি পাওয়ার অপেক্ষায় আছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের জীবন অবলম্বনে তৈরি সৃজিতের সিনেমা ‘সাবাশ মিঠু’। আলোচিত এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। অন্যদিকে সৃজিত পরিচালিত থ্রিলার ওয়েব সিরিজ—‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ ১৩ আগস্ট মুক্তি পাবে ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ‘হইচই’-এ।

 

 

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন