গীতা গোবিন্দম পরিচালিত ‘সরকরু ওয়ারি পাতায়’ অভিনয় করতে দেখা যাবে অভিনেতা মহেশ বাবুকে।
সম্প্রতি এই অভিনেতা দুবাই থেকে ফিরে অ্যাকশনে ফিরছেন। এছাড়াও তামান্না ভাটিয়ার পাশাপাশি আরেকটি ব্যবসায়িক ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাকে । বর্তমানে ব্যস্ত শিডিউল পার করছেন এই অভিনেতা।
মহেশ বাবুর স্ত্রী নম্রতা শিরদকার তামান্না তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুটিংয়ের কিছু ছবি শেয়ার করেছেন। এক ঝলকে ছবির কিছু দৃশ্য এবং গল্প তুলে ধরেছিলেন সেখানে।
ফটোগ্রাফার অবিনাশ গোয়ারিকার মহেশ বাবুর একটি সাদাকালো ছবি শেয়ার করেছেন। ছবিতে তাকে একটি কাপ হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। শিরোনামে লেখা ছিল প্যাকাপ শ্যুট।
সরকরু ওয়ারী পাতায় এই অভিনেতার বিপরীতে মহিলা চরিত্রে মুখ্য অভিনেত্রী হিসেবে দেখা যাবে র্কীর্তি সুরেশকে।