এবার ঈদ-উল-আযহা উপলক্ষ্যে বরেণ্য উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত নির্মাণ করেছেন পারিবারিক গল্পে সামাজিক বক্তব্য নির্ভর নাটক ‘যুগের হুজুগে’।
অনলাইন নিউজ পোর্টাল বিজনেস স্ট্যান্ডার্ডকে এ প্রসঙ্গে হানিফ সংকেত বলেন, ‘প্রযুক্তির যেমন সু-যুক্তি আছে, তেমনি কু-যুক্তিও রয়েছে। অর্থাৎ কেউ বা নাচে যুগের তালে, কেউবা হুজুগেই নাচে, প্রযুক্তিকে কু-যুক্তিতে, ব্যবহারেও লোক আছে। প্রযুক্তির প্রভাবে সম্পর্কের কি অবনতি ঘটে সেসব বিষয়ই নাটকটিতে তুলে ধরতে চেষ্টা করেছি।’
‘যুগের হুজুগে’ নাটকে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, মীর সাব্বির, সারিকা সাবরিন, সুভাশিষ ভৌমিক, শামীম, সিমরিন লুবাবা, নজরুল ইসলাম, বিণয় ভদ্র প্রমুখ।
নাটকটি সম্প্রচার হবে ঈদের দিবাগত রাত ৮:৫০ মিনিটে এটিএন বাংলায়।