সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিলো ভারতের জনপ্রিয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির বায়োপিক নির্মিত হতে যাচ্ছে। তবে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি এই ক্রিকেটার।
এবার নিজের বায়োপিক নির্মাণে সম্মতি দিলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। বলিউডে বিগ বাজেটে তৈরি হতে চলেছে তার বায়োপিক। শোবিজ দুনিয়ার অন্যতম নামি ব্র্যান্ড ভিয়াকমের ব্যানারে তৈরি হবে এই বায়োপিক। ছবির বাজেট ২০০ থেকে ২৫০ কোটি রুপি। ইতোমধ্যে বায়োপিকের কাজ অনেকটাই এগিয়ে গেছে।
নিউজ ১৮ বাংলাকে সৌরভ বলেছেন, ‘হ্যাঁ, আমি বায়োপিকের ব্যাপারে সম্মতি জানিয়েছি। হিন্দিতে হবে। তবে এখনই পরিচালকের নাম বলা সম্ভব নয়। সব ঠিক হতে আরও কিছুদিন সময় লাগবে।’
এবার সিনেমা নিয়ে নতুন খবর শোনা যাচ্ছে। ইন্ডিয়ান টাইমস-এর খবর, একসময় সৌরভ গাঙ্গুলি চেয়েছিলেন তার বায়োপিক নির্মাণ করুক সৃজিত মুখার্জি। সংবাদমাধ্যমটিকে সৃজিত জানান, ‘২০১৮ সালে একটি পরিকল্পনা হয়েছিল এবং আমরা অনেক প্রযোজকের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। কিন্তু সে সময় সৌরভ যেহেতু ক্রিকেট নিয়ে খুব ব্যস্ত ছিলেন, তাই আর কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি।’
সৃজিত আরো বলেন, ‘আমার সত্যিই জানা নেই, কে এখন বায়োপিকটি নির্মাণ করবেন এবং কে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করবেন। আমাদের (সৃজিত-সৌরভ) যখন আলোচনা হয়েছিল, তখন বায়োপিকে তার ভূমিকায় কে থাকবেন, সে নিয়ে কোনো কথা হয়নি।’
এই বায়োপিকে মুখ্য ভূমিকায় কাকে দেখা যাবে তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে অনুরাগী মহলে। অনেকে মনে করেন বাস্তবের সৌরভকে রুপালি পর্দায় ফুটিয়ে তুলতে পারেন অভিনেতা রণবীর কাপুর। সৌরভের নাম ভূমিকায় নাকি রণবীর কাপুরের নাম প্রায় চূড়ান্ত। তবে সেই তালিকায় রয়েছে আরও দুজনের নাম। এর মধ্যে আরেকটি নাম ভেসে বেড়াচ্ছে, শোনা যাচ্ছে হৃতিক রোশন অভিনয় করবেন সৌরভ ভূমিকায়। বিসিসিআই প্রেসিডেন্ট হওয়া পর্যন্ত সৌরভের জার্নিটা এ সিনেমার মাধ্যমে তুলে ধরা হতে পারে রুপালি পর্দায়।
এম এস ধোনি, মোহাম্মদ আজহারউদ্দিন ও শচীন টেন্ডুলকারের পরে এটি হতে যাচ্ছে ভারতীয় ক্রিকেটারের জীবন নিয়ে চতুর্থ বায়োপিক।